রাজধানীর দক্ষিণখানের সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে দুই শিশু নিয়ে দুই নারী পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে আত্মসমর্পণ করেছে। বাড়িটিতে এখনো অভিযান চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে গতরাত ১২টার দিকে পূর্ব আশকোনার সূর্যভিলায় অভিযান চালানো হয়। বাড়িতে প্রবেশের সময় ভবনটির নিচতলায় অবস্থানরতরা, পুলিশের ওপর বোমা নিক্ষেপের হুমকি দেয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িটিকে ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাদের সাথে সোয়াত, পুলিশের বিভিন্ন ইউনিট ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়।
পরে আজ (শনিবার) সকালে ঘটনাস্থলে গিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও সকাল পর্যন্ত তাতে সাড়া দেয়নি ভেতরে অবস্থানরতরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে ২ শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করে। নারীরা নব্য জেএমবির সদস্য বলে ধারণা করা হচ্ছে।