পবিত্র ঈদুল আজহার ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২-১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও। তবে ১১ সেপ্টেম্বরের ছুটির পরিবর্তে অফিস খোলা থাকবে ২৪ সেপ্টেম্বর।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
আগামী ১১ সেপ্টেম্বর (রোববার) এবং ঈদের পর ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি দেওয়ার বিষয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
রোববার থেকে বাংলাদেশে হিজরি পঞ্জিকার জিলহজ মাস শুরু হওয়ায় এবার কোরবানির ঈদ হবে ১৩ সেপ্টেম্বর।
গত ৭ জুলাই উদ্যাপিত ঈদ-উল ফিতরের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।
ওই ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয়দিনের ছুটি ভোগ করেন।