ভারতের স্বাধীনতা দিবস চলাকালে কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগরে সোমবার বন্দুকধারীদের হামলায় আধা-সামরিক পুলিশবাহিনীর ১০ সদস্য আহত হয়েছেন। ভারত শাসিত এ নগরীতে আরোপ করা কারফিউ বলবতের দায়িত্ব পালন করার সময় তারা এ হামলার শিকার হন। নিরাপত্তা সূত্র একথা জানায়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র জানান, এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। শ্রীনগরের কেন্দ্রস্থলে পৃথক দু’টি হামলার ঘটনার পর সেখানে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শীর্ষ এক জঙ্গি কমান্ডারকে হত্যা করায় সেখানে সহিংসতা অনেক বেড়ে যাওয়ায় গত ৯ জুলাই থেকে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের অনেক এলাকায় কর্তৃপক্ষ কারফিউ আরোপ করে।
সিআরপিএফ মুখপাত্র ভূবেশ চৌধুরী জানান, পার্শ্ববর্তী নওহাট্টায় প্রথম দফা হামলায় আধা-সামরিক বাহিনীর সাত সদস্য আহত হন। এ ঘটনার পরপরই পার্শ্ববর্তী আরেকটি স্থানে বন্দুক হামলায় অপর তিনজন আহত হন।
নাম প্রকাশ না করার শর্তে অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সেখানে এখনো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এ ঘটনায় কতজন বন্দুকধারী জড়িত তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত মাসে নিরাপত্তা বাহিনীর সাথে এক বন্দুক যুদ্ধে জনপ্রিয় তরুণ বিদ্রোহী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত শাসিত কাশ্মীরে কারফিউ জারি করা হয়।
২০১০ সাল থেকে এ হিমালয় অঞ্চলে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভিন্ন সংঘর্ষে ৫০ জনের বেশী নিহত ও আরো কয়েক হাজার লোক আহত হন।