এলইডি টিভি বাজারে আসার পর টিভি আর ঘরের একটা বড় জায়গা জুড়ে থাকে না; ঝোলে দেওয়ালে। কিন্তু এতেও মানুষ সন্তুষ্ট নয়। তাই এবার এলো ওয়ালপেপার টিভি।
বুধবার এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, দেখার সময় এই টিভি শুধু দেওয়ালে সেঁটে দিলেই হবে। আবার প্রয়োজন হলে কাগজের মতোই মুড়িয়ে রাখা যাবে এই টিভি।
কাগজের মতো মুড়িয়ে রাখা যাবে এই টিভি- ছবি ডেইলি মেইল
খবরে বলা হয়, খুব শিগগিরই ওএলইডি প্রযুক্তির এই টিভি বাজারে আনতে যাচ্ছে এলজি। ৫৫ ইঞ্চির স্ক্রিন মাত্র ১ মিলিমিটার পুরু।
সম্প্রতি কোরিয়ায় এক প্রদর্শনীতে এই অত্যাধুনিক টিভির দেখায় সংস্থাটি।
দেওয়ালে সেঁটে দেওয়া যাবে এই টিভি- ছবি ডেইলি মেইল।
ব্যবহার প্রণালী সম্পর্কে এলজি জানিয়েছে, কাগজের পোস্টারের মতো দেখতে এই টিভির সঙ্গে দেওয়া হবে একটি চুম্বক ম্যাট। সেই ম্যাট দেওয়ালে লাগিয়ে তার উপর সেঁটে দিতে হবে টিভির স্ক্রিন। দেখা হয়ে গেলে, স্ক্রিনটি তুলে নিয়ে মুড়িয়ে রেখে দেওয়া যাবে।
সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়, চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিক থেকেই প্রযুক্তি বাজারে পরীক্ষামূলক ছাড়া হবে এই টিভি। চাহিদা ও জনপ্রিয়তা দেখে পরবর্তী পরিকল্পনা করা হবে।