গামী মাসেই উন্মোচিত হতে যাচ্ছে ইন্টারনেট সংযুক্ত স্মার্টকার, যাকে সংক্ষেপে ইন্টারনেট কার বলা হচ্ছে।
চীনের ই-কমার্স জায়ান্ট আলীবাবা ইতিমধ্যে ইন্টারনেট কার উন্মোচন করার সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
আলীবার প্রধান কারিগরি কর্মকর্তা ওয়াং জিয়ান বলেন, কারের প্রযুক্তিগত উদ্ভাবনে ইন্টারনেট চরিত্র অন্যতম। স্পোর্ট ইউটিলিসিট ভেহিকল (এসইউভি) আগামী এপ্রিলে উন্মোচন করা হবে।
জানা গেছে, নতুন এই ইন্টারনেট কার খুবই জ্বালানি সাশ্রয়ী। ১ লাখ ৬০ কিলোমিটার চলার পরও এর ব্যাটারি ৮০ শতাংশ চার্জ ধরে রাখতে সক্ষম।
ইন্টারনেট কার বিভিন্ন প্রযুক্তি যেমন- কম্পিউটার, আধুনিক সেন্সর, ইনফর্মেশন ফিউশন, টেলিকমিউনিকেশন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, অটোমেটিক কনট্রোল ইত্যাদি সমর্থন করবে।
Loading...
advertisement