তিনি নকি ‘ভাগোরা‘… মানুষের সব টাকা নিয়ে পালিয়ে যাবেন । আর দেখা যাবে না তাঁকে । গত সপ্তাহে ‘ফ্রিডম-২৫১‘-এর আত্ম প্রকাশের পরে একথাই শুনতে হচ্ছে মোহিত গোয়েলকে । বিশ্বের সস্তাতম স্মার্টফোনের নির্মাতা মোহিত বলছেন‚ তিনি প্রতারক নন । ২৫১ টাকার স্মার্টফোন বানিয়ে প্রতি সেটে তাঁর সংস্থা লাভ করবে ৩১ টাকা ।
নয়ডায় মোহিতের সংস্থার দোতলা অফিসে ইতিমধ্যেই হানা দিয়েছে পুলিশ এবং আয়কর দফতর । সবারই প্রশ্ন‚ কী করে এত কম দামে আস্ত স্মার্টফোন দিতে পারছেন মোহিত !
উত্তরপ্রদেশের ছোট্ট শহরের এক মুদি দোকানদারের ছেলে মোহিত এখন বাস্তব করছেন সবার স্বপ্ন । সমাজের সব কোণায় পৌঁছে দিচ্ছেন স্মার্টফোন । জানাচ্ছেন সৎ পথে ব্যবসা করতেই এসেছেন তিনি । পালিয়ে যাওয়র জন্য নয় ।
প্রথম দফায় অনলাইনে দেওয়া হবে ২৫ লক্ষ ফোন । বাকি ২৫ লক্ষ দেওয়া হবে অফলাইনে । আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে ডেলিভারি । পেমেন্ট গেটওয়ে মারফত যে টাকা জমা পড়েছে তাতে হাত দেওয়া হবে ক্রেতার কাছে ফোন পৌঁছবার পরেই ।