শ্রীলংকার ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে নিজেই অব্যাহতি দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিন ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়লেন তিনি। গতরাতে ম্যাথুজের অধিনায়কত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে শ্রীলংকার গণমাধ্যমগুলো। সদ্যই বিশ্ব র্যাংকিং-এর ১১ নম্বর দল জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হারে শ্রীলংকা। এমন লজ্জার হারের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইঙ্গিতই দিয়েছিলেন ম্যাথুজ, ‘এই সিরিজ হার আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে লজ্জা। অধিনায়কত্ব নিয়ে এখনই ভাবতে হচ্ছে। কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিবো।’ কিছুদিন বলেছেন ম্যাথুজ, কিন্তু সময়ক্ষেপণ না করে দ্রুতই অধিনায়কত্ব ছেড়ে দিলেন তিনি। ২০১৩ সালে শ্রীলংকা টেস্ট দলের দায়িত্ব নিয়ে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ম্যাথুজ। তার অধীনে ১৩টি টেস্ট জয় ও ১৫টিতে হারে লংকানরা। ৬টি ড্র হয়। আর ২০১২ সালে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক হন ম্যাথুজ। তার অধীনে ৯৮ ওয়ানডেতে ৪৭ জয়, ৪৫টি ম্যাচে হারের স্বাদ পায় শ্রীলংকা। আর ১২টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ৪টি জয়ের বিপরীতে ৭টি ম্যাচে হারের স্বাদ দেন ম্যাথুজ।
শ্রীলংকাকে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি২০ বিশ্বকাপ এবং চলমান বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন ম্যাথুজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে লংকানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারনে কোচের পদ থেকে সড়ে গিয়েছিলেন গ্রাহাম ফোর্ড। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। এবার ম্যাথুজের বিদায়, তাই বেশ টালমাতাল অবস্থায় শ্রীলংকার ক্রিকেটে। এমন অবস্থায় চলতি মাসে দেশের মাটিতে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করবে শ্রীলংকা।