মর্মান্তিকভাবে প্রাণ গেল এক জনপ্রিয় মডেলের। প্লাস্টিক সার্জারি চলাকালীন মৃত্যু হল অস্বাভাবিক শারীরিক মাপের জন্য পরিচিত কিউবেকের মডেল ক্রিস্টিনা মার্তেলির। ১৭ বছর বয়স থেকে ১০০ বার প্লাস্টিক সার্জারি করিয়ে ফেলেছিলেন এই মডেল কন্যা। সেই প্লাস্টিক সার্জারিই ডেকে আনল ভয়াবহ মৃত্যু।
একবার নিজের ওয়েবসাইটে একটি পোস্টে ক্রিস্টিনা জানিয়েছিলেন, শরীরই তাঁর প্যাশন। শরীরে বিশেষ কিছু অংশকে অত্যধির বাড়ানোই তাঁর হবি। সেজন্যই তিনি বারবার প্লাস্টিক সার্জারি করান। তিনি লেখেন, আমি আমার শরীরের লুকটা একটা একেবারে অন্য লেভেল নিয়ে যেতে চাই। সেজন্যই আমি এত প্লাস্টিক সার্জারি করাই। এতে আমার কোনও অনুশোচনা নেই। জানা গিয়েছে, ডাক্তাররা যখন ক্রিস্টিনার পশ্চাত্দেশের সার্জারি করছেন, তখনই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তাঁর।
ছোট্ট কেরিয়ারে নাকে, মুখে প্লাস্টিক সার্জারি পাশাপাশি বহুবার স্তন ও পশ্চাত্দেশ বাড়ানোর জন্য সার্জারি করিয়েছেন এই মডেল কন্যা। তাঁরই সার্জারি ম্যানিয়াই মডেলিং কেরিয়ারে তাঁকে সাফল্য এনে দেয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৬ লাখ।