দীপ্ত টিভিতে প্রচারিত ভিনদেশী টিভি সিরিয়াল ‘সুলতান সুলেমান’-এর বিরুদ্ধে ভয়াবহ অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিনকার এ ধারবাহিকটির বিভিন্ন পর্বে এমন সব দৃশ্য দেখানো হচ্ছে যা এদেশীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নই। এমনকি পরিবারের সবাইকে নিয়ে এসব দেখাও যাচ্ছে না।
সুলতান সুলেমান হল মেরাল ওকেয় ও ইয়িল্মায শাহিন রচিত দিনের নির্দিষ্ট সময়ে প্রচারিত একটি ইতিহাস-আশ্রয়ী তুর্কি ধারাবাহিক টেলিভিশন নাটক। প্রাথমিকভাবে তুরস্কের শো টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হলেও পরবর্তীকালে তুরস্কের স্টার টিভিতে এর সম্প্রচার স্থানান্তর করা হয়।
বাংলাদেশের বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ২০১৫-র ১৮ নভেম্বর থেকে ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে। নাটকটি নির্মিত হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনগাঁথার উপর ভিত্তি করে, যিনি সুলায়মানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।