হাইতি, কলম্বিয়া ও ফ্রান্সের তিন সুন্দরী শেষ তিনে পৌঁছেছিলেন। তবে শেষপর্যন্ত বাকী দুজনকে হারিয়ে মিস ইউনিভার্স ২০১৭ খেতাব পেলেন আইরিস মিত্তেনায়ের। তিনি হারালেন হাইতির রাকেল পেলিসিয়ের ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভারকে। হাইতির রাকেল পেলিসিয়ের দ্বিতীয় ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভার দ্বিতীয় স্থান পেয়েছেন
মিত্তেনায়ের (২৪) ডেন্টাল সার্জারির ছাত্রী। তিনি মিস ইউনিভার্স মঞ্চে দাঁড়িয়ে দাঁত ও মুখের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি নিয়ে নিজের ইচ্ছের কথা তুলে ধরেন। এছাড়া প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার সময়ে ফরাসি বিশ্বসুন্দরী ফ্রান্সের উন্মুক্ত সীমান্ত ও উদ্বাস্তু জনসংখ্যা নিয়ে সরকারের মনোভাবের প্রশংসা করেন।
প্রতিযোগিতার বাকী দুই শীর্ষবাছাই হাইতির পেলিসিয়ের-ও (২৩) বিচারকদের একইভাবে মুগ্ধ করেছেন। ২০১০ সালে হাইতিতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তা পেলিসিয়েরকে মানুষ হিসাবে আরও পরিণত করে তুলেছে বলে তিনি জানিয়েছেন।
এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম ১৩ ফাইনালিস্ট ছিলেন কেনিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, পানামা, কলম্বিয়া, ফিলিপিন্স, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, হাইতি, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।