সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি চিনা সেনাকর্তার৷ শুধু মুখে নয়, এবার সরাসরি ট্রাম্পের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বেজিং, ইঙ্গিত দিলেন চিনা মিলিটারি কর্তা৷
পিপলস লিবারেশন আর্মির ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে৷ ট্রাম্প প্রশাসন যেভাবে বারবার চিনকে হুমকি দিচ্ছে, তাতে যুদ্ধ অবশ্যসম্ভাবী বলে মত ব্যক্ত করেছেন চিনা সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্তা৷ চিনা প্রতিরক্ষা মন্ত্রকের ওই শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, “নয়া মার্কিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এখন আর তত্ত্বে আবদ্ধ নেই, ঘোরতর বাস্তব হয়ে উঠছে৷”
ওই ওয়েবসাইটের দাবি, চিনা সেনাকে বিতর্কিত দক্ষিণ ও পূর্ব চিন সাগরে নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷ একটি নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে দক্ষিণ চিন সাগরে৷ ওয়েবসাইটের সম্পাদকীয়তে ট্রাম্পকে কার্যত হুমকি দিয়ে বলা হয়েছে, “চিনের বিরুদ্ধে নয়া মার্কিন প্রশাসনের কট্টরপন্থী অবস্থান বা চোখরাঙানি সহ্য করবে না বেজিং৷ পাশাপাশি ‘এক চিন’ নীতিকেও গ্রাহ্য করছে না আমেরিকা৷”
চিনের বিরুদ্ধে শুধুই বেআইনি আর্থিক কর্তৃত্বের অভিযোগ তুলে বেজিংয়ের বিরাগভাজন হয়েছেন ট্রাম্প৷ এর পাশাপাশি তাইওয়ানের সঙ্গে আমেরিকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককেও ভাল চোখে দেখছে না চিন৷ তাইওয়ানকে কখনই স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দিতে চায় না চিন৷ কিন্তু তাই প্রশাসন ও বাসিন্দারা চিনের কর্তৃত্বও মানতে রাজি নয়৷ এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তাইওয়ানকে সমরাস্ত্র বিক্রি করার প্রতিশ্রুতি দেওয়ায় বেজায় চটেছে বেজিং৷ এখন দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে কোনও মার্কিন বিমান উড়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করতে উদ্যোগী হচ্ছে চিন৷