জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড থেকে আবারও মাঠে নামছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া তৃতীয় পর্বের খেলায় রংপুর বিভাগের বিপক্ষে খেলবেন নড়াইল এক্সপ্রেস। তবে, শুধু ঘরোয়া টেস্টেই নয়, আন্তর্জাতিক টেস্টেও মাঠে নামতে চান টাইগার দলপতি।
২০০৯ সাল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে টেস্ট মাঠে সর্বশেষ নেমেছিলেন তিনি। সেটাই তাঁর টেস্ট মাঠের শেষ নামা হয়ে দাঁড়ালো। ইনজুরিতে পড়ে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। এরপর থেকেই সীমিতওভারে খেলে চলেছেন তিনি কিন্তু ক্রিকেটের এই লং ফরম্যাটে আর নামা হয়নি তাঁর।
তবে, বর্তমান তাঁর শারীরিক অবস্থা বেশ ভালো, এজন্য তিনি ক্রিকেটের আন্তর্জাতিক টেস্ট মাঠেও খেলতে চান বলে জানিয়েছেন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে। তিনি আরও বলেন, ‘আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের ম্যাচে আমি খুলনার হয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামবো। এছাড়া টেস্টে ক্রিকেটকে নিয়েও আমি চিন্তা করছি।'
প্রথম শেণীর ক্রিকেটে মাশরাফি সর্বশেষ ২০১৪ সালে মাঠে নেমেছিলেন এই তারকা। সেইসময় এনসিএলে খুলনা বিভাগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে খেলেছিলেন তিনি।