বাংলাদেশ দলের সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের মূল কারন অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ও মাশরাফি-সাকিবের সাথে রুবেল, তাসকিন ও মুস্তাফিজদের বৈচিত্র্যময় বোলিং।
গত এক বছরে বাংলাদেশ দল ওভার প্রতি ৫.৬৭ রান রেটে ওয়ানডে খেলে আসছে। যা কিনা তৃতীয় সেরা ওয়ানডে রান রেট। বুঝাই যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছে টিম বাংলাদেশ।
আবার ওয়ানডে ক্রিকেটে বাউন্ডারি হিট্টিংয়ের দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে ছাপিয়ে বাংলাদেশ দল ৫০.৯৫ শতাংশ রান চার ছক্কায় তুলে নিয়েছে।
বোলিংয়েও মাশরাফির বাংলাদেশ সবাইকে ছাড়িয়ে গেছে। ২০১৪ সালের পর থেকে পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় যে, মিতব্যয়ী বোলিংয়ের দিক থেকে শীর্ষ দল বাংলাদেশ।
৩৬ ওয়ানডে ম্যাচ খেলা টাইগারদের ইকনোমি রেট মাত্র ৫.০৮! ওয়ানডেতে নাম্বার ওয়ান দল অস্ট্রেলিয়ার ইকনোমি যেখানে দ্বিতীয় সেরা ৫.২৯।
এই তালিকায় তার পরেই আছে দক্ষিন আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মত সফল ওয়ানডে দল। বোলিং গড়েও টাইগারদের আধিপত্য স্পষ্ট।
২৮.৮৪ বোলিং গড় ২০১৪ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেরা। ২৭.৮০ গড়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় আছে ২৭.৯৮ বোলিং গড়ের দল দক্ষিন আফ্রিকা।