২০২০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। ইতিমধ্যে বিসিবি এবং বিসিসিআই এই সিরিজ আয়োজনের ব্যপারে সম্মতিও প্রকাশ করেছে। এর আগে বাংলাদেশের সাথে ভারত পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলো গত বছরেই। সেবার টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে হারিয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। এরও আগে অর্থাৎ ২০১৪ সালে বাংলাদেশ সফরে শুধু ওয়ানডে খেলেছিলো ধোনি-কোহলিরা। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো সমুন্নত করার লক্ষ্যে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল।
তাদের এই সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে দু’দেশের দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজন সর্বোচ্চ গুরুত্ব পাবে। বাংলাদেশ তাদের টেস্ট অভিষেক পাওয়ার পর এখন পর্যন্ত ভারত সফরে যায়নি। ভারত সফর নিয়েও ভারতীয় প্রতিনিধি দলের সাথে আলোচনা করবে বিসিবি। বিসিসিআই’র সভাপতি হিসেবে অনুরাগ ঠাকুর দায়িত্ব গ্রহণ করার পরপরই বোর্ডের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এই বিষয়ে নিজামউদ্দিন বলেন, “আমরা বিসিসিআই সভাপতির কাছে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য প্রস্তাব দিবো’। আমরা নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য উপযুক্ত মনে করি”। উল্লেখ্য চলতি বছরের আগস্ট মাসেই বাংলাদেশের ভারত সফরের কথা থাকলেও সফরটি পিছিয়ে সেপ্টেম্বরে নেয়া হতে পারে। ভারত সফরে একটি টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি।