মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়োনের ওই ম্যাচে মাসেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার। রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন কাভানি।
পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য বলেছেন যে ২৫ বছর বয়সি এই তারকা খেলোয়াড়কে কৌশলে উত্তেজিত করা হয়েছিল। তিনি বলেন, ‘তিনি খুবই বুদ্ধিমান। সোমবার যা ঘটেছে সেটি থেকে অবশ্য তাকে শিক্ষাও নিতে হবে। ম্যাচের আগেই আমি তার সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না জানাতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন। কারণ তিনিও একজন মানুষ। তাই আমাদের সবার উচিত ভারসাম্য বজায় রেখে চলা।’
২২২মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবল তারকা এ পর্যন্ত ১১ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন।