আপনি আছেন » প্রচ্ছদ » খবর

মজাদার ছানার তরকারি রান্না করার রেসিপি

উপকরণঃ ছানা ৫০০গ্রাম, আলু ২৫০গ্রাম, আদাবাটা ৫০গ্রাম, হলুদগুুঁড়ো ৩টেবিল চামচ, জিরেগুঁড়ো ২টেবিল চামচ, শুকনোলঙ্কাগুঁড়ো ২টেবিল চামচ, নুন আন্দাজমতো, চিনি পরিমাণমতো, তেজপাতা ৪টি, গোটা জিরে ২ চামচ, ভিনিগার অল্প, কাঁচালঙ্কা ৪টি। ময়দা পরিমাণমতো। 

প্রণালীঃ ছানার জল ভালো করে ঝরিয়ে পিষে নিন।দেখবেন বেশ নরম হবে।এতে ময়দা দিয়ে ভালো করে মেখে খানিকটা আদাবাটা,হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো,সামান্য নুন ও চিনি দিয়ে আবার ও মেখে নিন।তারপর ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিন।আলু ডুমো করে কেটে ধুয়ে রাখুন।কড়াতে পরিমাণমতো তেলে দিয়ে গরম করে ঢিমে আঁচে আস্তে আস্তে বরফিগুলো লাল লাল করে ভেজে তুলে রাখুন।কড়াইয়ে আর ও খানিকটা তেল দিয়ে তাতে জিরে ও তেজপাতা ফোড়ন দিন।তারপর এতে আলু ভেজে তুলুন।সব মশলা দিয়ে কষে জল ঢেলে দিন।নুন,চিনি,কাঁচালঙ্কা ও আলু দিয়ে ফুটিয়ে নিন।আলু খানিকটা সেদ্ধ হয়ে এলে ভাজা ছানার বরফিগুলো দিয়ে দিন। কিছুক্ষণ বাদে সামান্য ভিনিগার দিয়ে নামিয়ে নিন।তারপর ভাত,রুটি অথবা পরটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।