আপনি আছেন » প্রচ্ছদ » খবর

চার পা নিয়ে জন্ম নিলো এই শিশু

অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় চার পা নিয়ে জন্ম নিল এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের চিকিৎসক মনিকায়াম্বা জানিয়েছেন, এমন ঘটনা বিরল। দশ লক্ষ ডেলিভারির মধ্যে একজনের সঙ্গে এমনটা ঘটতে পারে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এ মনি নামে বছর ২৫-এর এক মহিলা হাসপাতালে ডেলিভারির জন্য ভর্তি হন। তিনি মন্ডপেটা মন্ডলম জেলার তাপশ্বরম গ্রামের বাসিন্দা। সেদিনই দুপুরে তাঁর ডেলিভারি হলে দেখা যায় সদ্য জন্ম নেওয়া পুত্রসন্তান চার পা নিয়ে জন্মেছে।

জন্ম নেওয়া শিশুর বাকী দুটি পা পেটের কাছে আটকে রয়েছে। তবে শিশু ও মা দুজনেই সুস্থ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে শিশুটিকে এনআইসিইউ-তে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।
এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়লে অনেকেই হাসপাতালে এসে শিশুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। ফলে হাসপাতালে প্রশাসনের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমন ঘটনা অনেকেই আগে কখনও নিজের চোখে দেখেননি। ফলে সেজন্যই লোকের আগ্রহ কমছে না বলে হাসপাতাল সূত্রে ব্যাখ্যা করা হয়েছে।