আপনি আছেন » প্রচ্ছদ » খবর

৮ ঘণ্টা লাগাতার ঝগড়া করে জ্ঞান হারালেন দুই মহিলা!

এভাবেই বোধহয় ঝগড়া থামে। চিনের সাংহাই প্রদেশে লাগাতার ৮ ঘণ্টা ধরে প্রবল গরম অগ্রাহ্য করে রোদের মধ্যে দাঁড়িয়ে ঝগড়া চালিয়ে যাচ্ছিলেন দুই মহিলা। এরপরও দুজনেই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাওয়ায় ঝগড়ায় ইতি টানতে হল। ঘটনাটি ঘটেছে গত ১৬ অগাস্ট। জানা গিয়েছে, বকেয়া কোনও দেনা শোধকে ঘিরেই দুই মহিলার মধ্যে ঝগড়া চলেছে। মাঝের ৮ ঘণ্টায় এরা দুজনে একফোঁটা জল বা খাবারও মুখে তোলেননি।

রাস্তায় পড়ে অজ্ঞান হওয়ার পরই তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাংহাই প্রদেশের আংকাং শহরে রাস্তায় দুই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় পুলিশই জানিয়েছে, এরা দুজনে প্রচণ্ড গরমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে খাবার ও জল ছাড়াই একটানা ৮ ঘণ্টা ঝগড়া করেন। যার ফলেই ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যান। পুলিশ আরও জানিয়েছে, দুপুর ২টো নাগাদ তাদের ঝগড়া শুরু হয়। এর কয়েকঘণ্টা পরে একজন মহিলা পুলিশ ডাকেন। পুলিশ এসে তাদের বিবাদ মিটিয়ে নিতে আদালতে যাওয়ার পরামর্শ দেন। তবে তাতে এরা রাজি হননি। এরপরে রাত ১০ টা নাগাদ দুই মহিলার ঝগড়ার খবর নিতে পুলিশ ফের আসে। তখনই দেখা যায়, অজ্ঞান হলে দুজনে রাস্তায় পড়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝগড়া করতে করতে একজনের মুখ থেকে গ্যাজলা উঠে গিয়েছিল। পরে দুজনেই অজ্ঞান হলে তাদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে।