মোদি সরকারের গৃহীত নীতি অনুসারে ১২ টি অনন্য নম্বরই এখন দেশবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। একে একে আয়কর থেকে বিমান সফর, মোবাইল পরিষেবা থেকে শিক্ষার শংসাপত্রেও বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড অর্থাৎ ১২ টি UID নম্বর। এবার আরও এক ধাপ এগিয়ে দেশের প্রতিটি গরুর জন্যও আধারের ধাঁচে UID নম্বর চালু করতে চাইছে কেন্দ্র।শুধু ভারতবাসীর নয় অদূর ভবিষ্যতে গরুও পাবে পরিচয়পত্র। শীর্ষ আদালতে সোমবার গরু পাচার রুখতে দেশের সমস্ত ‘গো-মাতা’র শনাক্তকরনের জন্য বিশেষ অনন্য নম্বর চালু করার প্রস্তাব রাখল কেন্দ্র। সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছে, গোটা ভারতের গরুর বংশের তথ্য সংরক্ষণ করতে প্রত্যেক গরুকে ইউনিক আইডেনটিফিকেশন নম্বর দেওয়া উচিত। শুধু তাই নয় গরুর স্বাস্থ্য রক্ষার জন্য ভারতীয়দের সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার ধাঁচে অ্যানিম্যাল হেলথ কার্ড করারও প্রস্তাব রেখেছে মোদি সরকার। সরকারের দাবি, এতে সুস্থ থাকবে গরু এবং তাদের থেকে পাওয়া দুধের মানও ভালো হবে। দুর্দশাগ্রস্থ চাষী, গো-পালকরা যাতে গরুর সঠিক যত্ন নিতে পারেন তার জন্য নয়া স্কিম চালু করার কথাও ভেবেছে কেন্দ্র।
একইসঙ্গে এই UID চালু হলে গরু পাচার রোধ করা যাবে বলে মত কেন্দ্রের। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের দাবি, ইতিমধ্যেই দেশের সমস্ত গরুকে শনাক্তকরণ ও তথ্য সংগ্রহের কাজে পশুপালন বিভাগ নতুন করে লক্ষাধিক প্রযুক্তি কর্মীকে নিযুক্ত করেছে। প্রত্যেক গরুর বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর একটি অনন্য নম্বর লাগিয়ে দেওয়া হবে গরুর কানে। সূত্রের খবর, এর জন্য বরাদ্দ ১৪৮ কোটি টাকা।