আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আজ থেকে পশ্চিমবঙ্গের নতুন নাম 'বাংলা'!

আজ সোমবার ভারতের এই রাজ্যটির বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। ১৮৯-৩১ ভোটে প্রস্তাবটি পাস হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

বাংলা ভাষায় রাজ্যটির নতুন নাম বাংলার পাশাপাশি হিন্দিতে বলা হবে বঙ্গাল আর ইংরেজিতে বেঙ্গল। এই প্রস্তাবও বিধানসভায় পাস হয়েছে। ভোটাভুটির পর বাম দলগুলো বিধানসভার কক্ষত্যাগ করে। আর ভোটাভুটির আগেই কক্ষত্যাগ করে কংগ্রেস।

এখন সংবিধান পরিবর্তনের পর নতুন এই নাম বলবৎ হবে।

নাম পরিবর্তনের যুক্তি হিসেবে বলা হচ্ছে, নাম ওয়েস্ট বেঙ্গল বলে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে যেকোনো আলোচনা বা দাবি দাওয়া পেশের ক্ষেত্রে সবার পরে ডাক আসে রাজ্যটির । কারণ নামের আদ্যাক্ষর ডব্লিউ!