দক্ষিণ আফ্রিকায় শনিবার স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে দুই জন প্রাণ হারিয়েছে। স্টেডিয়ামটিতে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হয়েছিল। দেশটির পুলিশ ও কর্মকর্তারা একথা জানান। কাইজার চিফস ও অরল্যান্ডো পিরাটেসের মধ্যে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। এ সময়ে ভীড়ের ভয়াবহতা সহ্য করতে না পেরে দুজন মারা যায়। খবর এএফপি’র। পুলিশের নারী মুখপাত্র লরেইন ভান এমেরিক দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এ সময় বেশ কয়েকজন আহতও হয়েছে। অনলাইন ফুটবল ওয়েবসাইট কিকঅফ এই ম্যাচটির আয়োজক সার্লিং ব্ল্যাক লেভেল এর বরাত দিয়ে জানায়, ‘আকস্মিক হুড়োহুড়ির মধ্যে পড়ে প্রচ- মানসিক চাপের কারণে দুজনের মৃত্যু হয়েছে।’ ম্যাচটির নির্ধারিত দিনের দুই সপ্তাহ আগেই সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিপুল সংখ্যক জাল টিকিটও বিক্রি হয়েছে।