আপনি আছেন » প্রচ্ছদ » খবর

আকাশে উড়লো ইতিহাসের সব থেকে বড় বিমান

আকাশে উড়ল দুনিয়ার সবচেয়ে বড় এয়ারক্রাফট দি এয়ারল্যান্ডার ১০। গতকাল ইংল্যান্ডের কার্ডিংটন থেকে এয়ারল্যান্ডার আকাশে পাড়ি জমায়। মার্কিন সেনাবাহিনীতে নজরদারির জন্য তৈরি এই এয়ারক্রাফটটি ৯২ মিটার লম্বা। সেনাবাহিনীর জন্য ভারী ভারী মাল বহন করতে পারে এই এয়ারক্রাফটি। এই বিশাল আকৃতির এই বিমানটি তৈরি করেছে ইংল্যান্ডের কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস।

এই ধরনের একটি নজরদাবি বিমান তৈরির জন্য খরচ হয়েছে ৩৭ লাখ ডলার। চার দিন আগেই এই বিশাল এয়ারক্রাফটিতে ওড়ানোর চেষ্টা হয়। কিন্তু ‌যান্ত্রিক ত্রুটির কারণে তা শেষ প‌র্যন্ত বাতিল করা হয়। এই এয়ারক্রাফটির বিশেষত্ব হল এটি টানা পাঁচ দিন আকাশে ভেসে থাকতে পারে। উড়তে পারে ৪,৮৮০ মিটার উচ্চতা প‌র্যন্ত। গতি ১৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। হাইব্রিড এয়ার ভেহিকেলসের এক কর্তার মতে, ব্রিটেনে তৈরি একটি আশ্চ‌র্য আকাশ‌যান। বিমানের মতো এর দুটি ডানা রয়েছে। ওঠানামা করতে পারে কপ্টারের মতো।