ব্রিটেনের ম্যানচেস্টারে মার্কিন পপ তারকা অ্যরিনা গ্রেন্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনার দায় নিল জঙ্গি সংগঠন আইএস। সংবাদ সংস্থা এফপি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এর আগে সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রেও এই একই দাবি করা হয়। এদিকে ম্যানচেস্টার থেকে এক ২৩ বছর বয়সীকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তিকে দক্ষিণ ম্যানচেস্টার থেকে গ্রেফতার করা হয়। ম্যানচেস্টার হামলার পেছনে আইসিস, গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। এর আগে, মার্কিন পপ তারকা অ্যরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান ২২জন। আহতের সংখ্যা অন্তত ৫০জন বলে জানা যায়। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ রয়েছে বলে মনে করে ব্রিটেন প্রশাসন। ঘটনায় কড়া নিন্দায় মুখর হন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।