১. সবচেয়ে দামি ভবনের টপ টেন তালিকার দশম স্থানে রয়েছে চীনের ম্যাকাউয়ের ‘দ্য ভেনেটিয়ান ম্যাকাউ’। ভেনিস থিমে নির্মিত ভবনটি একটি রিসোর্ট এবং ক্যাসিনো। ১ কোটি ৫ লাখ বর্গফুট এলাকা নিয়ে গড়ে উঠেছে বিশ্বের সপ্তম বৃহৎ এ ভবন। এর মূল্য ১.৮ বিলিয়ন ডলার।
২. ম্যাকাউয়ের আরেটি ভবন ‘সিটি অব ড্রিমস কমপ্লেক্স’ নবম স্থান দখল করেছে। এই বিশাল রিসোর্টটির মূল্য ১.৮ বিলিয়ন ডলার।
৩. অষ্টম দামি ভবনটি আমেরিকার লাস ভেগাসে অবস্থিত। ২ বিলিয়ন ডলারমূল্যের দৃষ্টিনন্দন ভবটি ‘উইন রিসোর্ট’। বিলাসী ক্যাসিনো আর হোটেল রুমে সবচেয়ে বড় সাইজের এইচডি টিভির জন্য বিখ্যাত।
৫. আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ রয়েছে ষষ্ঠ স্থানে। এর মূল্য ২.৮ বিলিয়ন ডলার। ২০০১ সালে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আবারো গড়ে তোলা হয় একে। বর্তমানে এর উচ্চতা ১৭৭৬ ফুট।
৬. লাস ভেগাসের ‘দ্য কসমোপলিটান’ রয়েছে পঞ্চম স্থানে। ক্যাসিনো হোটেল ভবনটির মূল্য ২.৯ বিলিয়ন ডলার। এর দুটো টাওয়ার ১৮৪ মিটার উঁচু। আরো আছে ২৯৯৫টি রুম।
৭. সিঙ্গাপুরের ‘ম্যারিনা স্যান্ডস’ ৪ বিলিয়ন ডলারের হোটেল এবং রিসোর্ট। ৫৫ তলা উঁচু ভবনগুলোর ছাদ সংযুক্ত হয়েছে ১ হেক্টরের ট্যারেস দিয়ে।
১০. গ্রহের সর্বোচ্চ মূল্যের ভবন হিসাবে তালিকার শীর্ষে রয়েছে মক্কার ‘মসজিদ আল-হারাম’। মুসলিম জাহানের অন্যতম পূণ্যস্থান। এটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলো মধ্যে অন্যতম্ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার। ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার স্থানজুড়ে অবস্থান করছে বিশাল এই মসজিদ।