আপনি আছেন » প্রচ্ছদ » খবর

কোনও মহিলার দিকে ১৪ সেকেন্ডের বেশি তাকালেই জেল!

কেরেলায় বেড়াতে গেছেন? পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কোনও মহিলা? সাবধান, ভুলেও তাকাবেন না। আর যদি বা একবার তাকানও, তা যেন কোনওমতেই ১৪ সেকেন্ডের বেশি না হয়। ১৪-র বদলে চাউনি ১৫ সেকেন্ড স্থায়ী হলেই শ্রীঘরের হাওয়া খেতে হতে পারে আপনাকে। হ্যাঁ, এমনই হুমকি দিয়েছেন কেরেলার এক্সাইজ কমিশনার ঋষিরাজ সিংহ। তাঁর কথায়, কোনও পুরুষ যদি কোনও মহিলার দিকে ১৪ সেকেন্ডের বেশি তাকান, তবে তাঁর বিরুদ্ধে মামলা করা যেতে পারে।
কোচিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে এক আলোচনাসভায় এই বক্তব্য রেখেছেন তিনি। নিরাপত্তার খাতিরে তিনি মেয়েদের মার্শাল আর্ট শিখতে বলেন, বলেন, কোনওভাবে অসম্মান হয়েছে বলে মনে হলেই পুলিশে অভিযোগ করতে। সঙ্গে ছোট ছুরি ও গোল মরিচের গুঁড়ো রাখারও পরামর্শ দেন। কিন্তু যাবতীয় সদুপদেশে চোনা ফেলে দেয় তাঁর ওই হুঁশিয়ারি। ১৪ সেকেন্ডের বেশি তাকালে জেল হওয়ার হুমকিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। জনে জনে ঋষিরাজ সিংহকে জানান, ১৪ সেকেন্ডের কোনও সময়সীমার কথা ভারতীয় দণ্ডবিধিতে বলা হয়নি, ওটা তাঁর মস্তিষ্কপ্রসূত। আইনজীবীরাও জানান, এ ধরনের আইনের কথা বলা খ্যাপামি ছাড়া কিছু নয়।