আপনি আছেন » প্রচ্ছদ » খবর

অবতরনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বৃহত্তম এয়ারশিপ

বিশ্বের সবচেয়ে বড় এয়ারশিপ এয়ারল্যান্ডার-১০ আজ (বুধবার) অবতরনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে এটি সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। কিন্তু আজ মধ্য ইংল্যান্ডের কার্ডিংটন বিমানঘাঁটিতে অবতরনের সময় একটি খুঁটিতে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে। তবে আজকের দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

এয়ারশিপটি লম্বায় ৯২ মিটার বা প্রায় ৩০২ ফুট। প্রকৃতপক্ষে এটিই বিশ্বের বৃহত্তম বিমান। এটি ওড়ানোর জন্য প্রচলিত বিমানগুলোর মতো বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। এছাড়া জলে, স্থলে এমনকি মরুভূমিতে এটি অবতরন করতে পারে।

নির্মাতা কোম্পানি ‘হাইব্রিড এয়ার ভেহিকেলস’ (এইচএভি) জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে ও বাণিজ্যিকভাবে মালবহনসহ বিভিন্ন কাজে ওই বিমান ব্যবহার করা যাবে।

তবে বেশি বড় ও ভারী হওয়ায় তা আকাশে বেশি ওপরে উঠতে পারবে না বলে জানা গেছে।