ভারতে এক কৃষক জমি খুঁড়ে গত সপ্তাহে মধ্যপ্রদেশে বুন্দেলখাণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। হীরার টুকরা পাওয়া ওই কৃষকের নাম সুরেশ যাদব (৪০)। রত্মপাথরের গুণসম্পন্ন হীরার টুকরোটির ওজন ৫ দশমিক ৮২ ক্যারেট।যার দাম প্রায় ২০ লক্ষ টাকা। প্রতিবেদনে বলা হয়, বুন্দেলখাণ্ডের পাতি কৃষ্ণ কল্যাণপুরে হীরার খনি আছে। এই এলাকায় মাঝে মাঝেই মাটি খুঁড়ে হীরা পাওয়ার কথা শোনা যায়।
সেখানে জেলা প্রশাসন সাধারণ মানুষকে ২৫০ রুপির বিনিময়ে ৬৪ বর্গমিটার জমি ইজারা দেয়। ওই জমি ইজারা নিয়ে হীরার সন্ধানে খোঁড়াখুঁড়ি। কারও ভাগ্যে জোটে, কারও ভাগ্যে জোটে না। ভাগ্যের সন্ধানে ওই এলাকায় হতদরিদ্র কৃষক সুরেশও জমি ইজারা নিয়েছিলেন। সেখানেই মাটি খুঁড়ে তিনি ওই হীরার টুকরোটি পান।