আপনি আছেন » প্রচ্ছদ » খবর

ফিলিপিন্সে পাওয়া গেলো ৩৪ কেজি ওজনের মুক্তা!

৪ কেজিও ওজনের মুক্তোটি গত ১০ বছর ধরে লুকিয়ে রাখা ছিল খাটের তলায়। ফিলিম্পিন্সের পালাওয়ান দ্বীপে একটি পরিবারের কাছে ছিল এই মুক্তোটি। সৌভাগ্যের প্রতীক হিসাবে এটিকে রেখে দিয়েছিল পরিবার। অবশেষে এটির খোঁজ মিলেছে। ফিলিপিন্সের পর্যটন আধিকারিক আইলিন আমুরাও এটির খোঁজ পাওয়ার পরে তা সরকারি তত্ত্বাবধানে রেখেছেন এবং বিশ্বের নামী রত্ন বিশারদদের এই বিষয়ে মতামত জানাতে অনুরোধ করেছেন।

মনে করা হচ্ছে, এটাই বিশ্বের সবচেয়ে বড় মুক্তো। পালাওয়ান দ্বীপের পুয়ের্তো প্রিন্সেসা শহরের একটি হলে লোকজনের দেখার জন্য এটিকে রাখা হয়েছে। এই হলটিতে বহু বড় বড় রত্ন সাজিয়ে রাখা রয়েছে। এবার এই মুক্তোটি পরীক্ষার পর পাশ করে গেলেই এই হলের মুকুটে আর একটি পালক যোগ হবে। এর আগে ১৯৩০ সালে ফিলিপিন্সের এই পালাওয়ান দ্বীপের কাছেই সমুদ্রে সবচেয়ে বড় মুক্তোর খোঁজ মিলেছিল।

এই মুক্তোটির নাম লাও জু যার ওজন ৬.৪ কেজি। তবে এই মুক্তোটি যাচাইয়ের পর সবচেয়ে বড় মুক্তোর তকমা পেতে চলেছে। জানা গিয়েছে, ২০০৬ সালে পালাওয়ান দ্বীপের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি বিশাল ঝিনুক পান। তার মধ্যেই মুক্তোটি ছিল। এটি কাকে দেবেন না বুঝতে পেরে তিনি এতদিন তা নিজের খাটের নিচে লুকিয়ে রাখেন। কিছুদিন আগে বাড়িতে আগুন লাগরলে গোটা ঘটনা জানাজানি হয়। বর্তমানে এর বাজারদর ১০০ মিলিয়ন মার্কিন ডলার।