আপনি আছেন » প্রচ্ছদ » খবর

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে ইমপিচ করতে সংসদে প্রস্তাব

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ইমপিচ করার জন্য সংসদে একটি প্রস্তাব এনেছে বিরোধীদলগুলো। এতে অভিযোগ করা হয়েছে, প্রেসিডেন্ট পার্ক রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘন করেছেন এবং ঘনিষ্ঠ বান্ধবী চই সুন-সিলের সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে তিনি অর্থনৈতিক দুর্নীতি করেছেন।

বিরোধীদের আনা প্রস্তাবের ওপর আগামীকাল (শুক্রবার) ভোটাভুটি হবে। প্রস্তাবটি পাস হতে ৩০০ আসনের সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট লাগবে। সংসদের তিনটি বিরোধীদল ও স্বতন্ত্র সদস্য মিলে মোট ভোট রয়েছে ১৭২টি। এছাড়া, প্রেসিডেন্ট পার্কের দলের সদস্যরাও তার ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। ফলে প্রস্তাবটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাবটি পাস হলে দক্ষিণ কোরিয়ার ক্ষমতা থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হবে পার্ক জিউন হাইকে। এরইমধ্যে তার বান্ধবী চই সুনকে আটক করা হয়েছে এবং তিনি কারাগারে রয়েছেন। প্রেসিডেন্ট পার্ককেও আটকের দাবি করেছেন বিরোধীরা।