খবরটা অনুমান করাই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বৃহস্পতিবার বিকেলে সেই আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে অসিরা।
ক্রিকেটারদের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আপাতত বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়ে বলেন, ‘‘বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প ছিল না। ছয় দিন ধরে ব্যাপক আলোচনা ও গবেষণার পরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’’
Loading...
advertisement