বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট সময় হতে ত্রিশ মিনিট এগিয়ে আনার এই খবর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বের সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচে ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস সন্ধ্যা সোয়া ছয়টায় মাঠে নামার কথা থাকলেও ০৯ ডিসেম্বর, শুক্রবার এই দুই দল সন্ধ্যা পৌনে ৬ টায় মুখোমুখি হবে।
এর আগে আরও বিপিএলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিলো। লীগের চট্টগ্রাম পর্বে শিশিরের সমস্যার কারণে ওই পরিবর্তন আনা হয়েছিলো।
এদিকে প্রতিদিনের সন্ধ্যার মতো ম্যাচ সোয়া ছয়টায় শুরুর কথা থাকলেও ফাইনালের দিনে মাত্র একটি খেলা থাকায় ম্যাচটি এগিয়ে এনেছে আয়োজকরা। অর্থাৎ শুক্রবারের ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংসের দ্বৈরথ শুরু হবে সন্ধ্যা পৌনে ৬ টায়।
Loading...
advertisement