ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। গাজার উত্তর-পূর্বে ড্রোনটি গুপ্তচরবৃত্তির মিশনে ছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রগুলো বলেছে, গতকাল (শনিবার) শেষ বেলায় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ড্রোনটি বেইত হানুন শহরের ওপর দিয়ে উড়ছিল। আরবি ভাষার ফিলিস্তিনি আল-আন বার্তা সংস্থা এ খবর দিয়েছে। তবে, ইসরাইলের কর্মকর্তারা ড্রোন ভূপাতিত হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, ইসরাইল কোনো ড্রোন হারায় নি।
ইসরাইল নিয়মিতভাবে গাজার ওপর গুপ্তচরবৃত্তি চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এর মাধ্যমে তারা গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের তৎপরতার ওপর নজরদারি করে। তবে হামাসও এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর গাজার বেইত লাহিয়া শহরে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।