গাড়িতে ছ’মাসের সন্তানকে রেখে বেমালুম ভুলে গেলেন বাবা । বন্ধ গাড়িতে শিশুটিকে রেখে কর্মস্থলে কাজ করতে চলে যান ব্যক্তি । ঘটনাটি টেক্সাসের হেলোটেসে ঘেটেছে । জানা গিয়েছে, প্রতিদিন অফিস যাওয়ার পথে একটি ডে কেয়ারে শিশুটিকে রেখে যেতেন ওই ব্যক্তি । কিন্তু এদিন তিনি একদম ভুলে যান । গাড়িতে সন্তানকে ফেলে রেখে চলে যান । একটি বহুজাতিক বিপণীতে কাজ করেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনার দিন ওয়ালমার্ট পার্কিং লটে গাড়ি রেখে অফিসে চলে যান । দুপুরে তাপমাত্রা বাড়তে থাকে । গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটিও বন্ধ ছিল। প্রচন্ড গরম সহ্য করতে না পেরে গাড়িতেই মৃত্যু হয় শিশুটির । দুপুর তিনটের সময় অফিস শেষে গাড়ি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন ওই ব্যক্তি ।
তড়িঘড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন শিশুটির বাবা । নিজের অমনোযোগের কারণে তার সন্তানের এই পরিণতি তিনি মেনে নিতে পারছেন না । বুকে ব্যাথা অনুভব করায় তাকেও হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে । তার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি । পরিসংখ্যা অনুযায়ী, এই বছর এখনও পর্যন্ত USA-তে কমপক্ষে ২৭ জন শিশুর বন্ধ গাড়িতে মৃত্যু হয়েছে । ২০১৫ সালে গাড়িতে মৃত্যু হয়েছিল ১৫ জনের ।