রেকর্ডিং হওয়ার পর, সিনেমা থেকে গান বাদ যাওয়া নিয়ে কিছুদিন আগেই বচসা শুরু হয়েছিল সলমন খান ও গায়ক অরিজিৎ সিংয়ের মধ্যে। সলমনের সুপারহিট ছবি ‘সুলতান’ থেকে বাদ পড়েছিল অরিজিতের গান। তা নিয়ে বলিউডে বেশ কিছুদিন চলে সেই খবর। এরকম ঘটনা শুধু অরিজিতের সঙ্গেই নয়। ১৯৭৪ সালে আশা ভোঁসলের সঙ্গেও নাকি ঘটেছিল এরকমটাই।
‘প্রাণ জায়ে পর বচন না জায়ে’ ছবির একটি গান ‘চয়ন সে হামকো কভি’-র রের্কডিং হলেও, সেটা বাদ পড়েছিল ছবি থেকে। পরিচালক মনে করেছিলেন গানটি ভালো হলেও, ছবির উপযুক্ত নয়। এই কারণেই নাকি অডিও ক্যাসেটে গানটি থাকলেও, ছবিতে ছিল না ! ওপি নাইয়ারের সুরে এই গানটিই আশা ভোঁসলে গেয়েছিলেন শেষ। আশা ও ওপি নাইয়ারের জুটি ছিল সেই সময় সবচেয়ে জনপ্রিয়। এই গানটি ছবি থেকে বাদ পড়লেও, গানটির জন্য নাকি সেরা গায়িকার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন আশা ভোঁসলে।