সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ইন্টেরিয়র ক্যাফে নাইট নামের একটি শর্ট ফিল্ম । এই ছবিতে নাসিরুদ্দিন শাহ এবং শেরনাজ পটলের সঙ্গে আছেন শ্বেতা বসু প্রসাদ । আশা করি আপনারা শ্বেতা কে মনে রেখেছেন? ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদের একটা হোটেল থেকে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্বেতাকে গ্রেফতার করে পুলিশ । যদিও পরে আদালত ওঁকে বেকসুর মুক্তি দিয়েছিল ।
এই শর্ট ফিল্ম এর পরিচালনা করেছেন অধিরাজ বসু । এই ছবি কলকাতার একটা ছোট ক্যাফেকে ঘিরে । নাসিরুদ্দিন এই ক্যাফের মালিক‚ একদিন রাতে ক্যাফে বন্ধ করতে গিয়ে উনি একটা টেবিলে শেরনাজ প্যাটেলকে কারুর জন্য অপেক্ষা করতে দেখেন । পরে উনি জানতে পারেন উনি ওঁর প্রাক্তন প্রেমিকের জন্য অপেক্ষা করছেন । এরপর ফ্ল্যাশব্যাকে ৩০ বছর আগের ঘটনায় জানা যায় কী করে বিচ্ছেদ হয়েছিল ওঁদের । তরুণী শেরহাজের ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা । এই মন ছুঁয়ে যাওয়া শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই খুব হিট হয়েছে । অভিনয় করা ছাড়াও শ্বেতা এই ছবির সহ প্রযোজকও ।
শ্বেতা এর আগে ২০০৫ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ইকবাল এ নাসিরুদ্দিনের সঙ্গে অভিনয় করেছেন । এছাড়াও মকড়ি ছবির জন্য উনি জাতীয় পুরস্কারও পান । কিন্তু দু বছর আগে হঠাৎ করেই দেহ ব্যবসার সঙ্গে নাম জড়িয়ে লাইম লাইট থেকে সরে গিয়েছিলেন শ্বেতা । কিন্তু ইন্টেরিয়র ক্যাফে নাইট দিয়ে উনি আরো একবার ফিরে এলেন ।