আলোচিত সমলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি আবার বিয়ের পিড়িঁতে বসলেন। তার নতুন স্বামীর নাম আদনান হুদা সাদ।
তারই ধারাবাহিকতায় এবার নতুন এই প্রেমিককে বিয়ে করলেন তিনি। আর এ খবরটি ছড়িয়ে পড়ে ফেসবুকে তিন্নির নতুন একটি ছবি পোস্ট করার মধ্য দিয়ে। ছবিতে নববধূর বেশেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
আর এর মাধ্যমে গতকাল বিকাল থেকে তিন্নির বিয়ের খবরটি পরিণত হয় টক অব দ্য শোবিজে।
গতকাল সন্ধ্যায়ই তিন্নি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি বিয়ে করেছেন এবং সেটা আদনান হুদা সাদকেই। নতুন এ বিয়েতে তিনি খুব সুখী বলেও একই স্ট্যাটাসে জানান।
একটি সূত্র জানিয়েছে, তিন্নির দ্বিতীয় এ বিয়েটি পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে। আদনান ও তিন্নির পরিবারের বেশ কজন সদস্য উপস্থিত ছিলেন সে সময়।
উল্লেখ্য, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে বিবাহিত জীবনের ইতি ঘটার পর মা-বাবার সঙ্গে একমাত্র মেয়ে ওয়ারিসাকে নিয়ে বসবাস করছিলেন তিন্নি। হিল্লোলের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া থেকে অনেকটা দূরে সরে যান এ মডেল-অভিনেত্রী।
অবশ্য দীর্ঘদিন পর সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করার মধ্য দিয়ে আবারও মিডিয়ায় ফেরেন তিনি।