‘স্ত্রী’ ধারাবাহিকের নিরুপমার ঋজু ব্যক্তিত্বের কাছে হার মানে তার দজ্জাল শাশুড়ি কিংবা উদ্ধত দেওররা। ‘দেনাপাওনা’র নিরুপমার মতো মাথা নত করে মেনে নেওয়ার মেয়ে সে নয়। নিখাদ বাঙালি নিরুর চরিত্রে অভিনয় করছেন এক পঞ্জাবি কুঁড়ি। আমনদীপ সোনকর। যদিও কলকাতার কেষ্টপুরে বড় হওয়া আমনদীপের বাংলা শুনলে তা বোঝার উপায় নেই। বয়সও নেহাতই কম। বারো ক্লাসের পরীক্ষা দিয়েছেন এ বছর। ‘স্ত্রী’ আমনদীপের প্রথম সিরিয়াল নয়, এর আগে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপন ও মডেলিংও করেছেন।
ডেলিসোপ মানে টোয়েন্টি ফোর ইনটু সেভেন। কলেজের চৌকাঠে পা না-দেওয়া আমনদীপের ভাল লাগে এত ব্যস্ততা? ‘‘শুরুর দিকে ভাল লাগত না। ঘুম, পড়াশোনার সময় পেতাম না। পরীক্ষা যে কীভাবে দিয়েছি, আমিই জানি। এখন এই সেটই আমার পরিবার। সেটে অনেক দাদা-দিদি রয়েছেন। ভুল হলে আমাকে গাইড করেন। আমার ভাষার একটু সমস্যা রয়েছে। তাই বকুনিও খাই,’’ নিরুর গলায় আঠেরোর সারল্য। সারা সপ্তাহ কাজের পর ছুটির দিনটা কী করেন? ‘‘কোনটা যে করব ভেবে পাই না, এত কাজ থাকে। আমার বেস্টফ্রেন্ড খুব রেগে যায়, বলে, একদম সময় দিস না। ওকে একটু সময় দিতে হয়।’’ বেস্টফ্রেন্ড না কি বয়ফ্রেন্ড? জোর গলায় উত্তর এল, ‘‘না-না, আমার কোনও বয়ফ্রেন্ড নেই। সিরিয়াল শুরু হওয়ার আগে একজন ছিল। এখন কেটে গিয়েছে। তবে আমি এখন চাইও না কাউকে বয়ফ্রেন্ড বানাতে। ছুটির দিনে আমার বেস্টফ্রেন্ডের সঙ্গে থাকতে ভাল লাগে। আর ছুটি পেলে মনে হয়, শুধু ঘুমাই। বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না।’’
সিরিয়ালে শাড়ি পরে থাকতে হলেও এই অষ্টাদশী কিন্তু ওয়েস্টার্নে বেশি স্বচ্ছন্দ। যদিও বিয়ে এখনও দূর কী বাত, তবে কথাপ্রসঙ্গে নিজেই বললেন, ‘‘কোনও এনআরআই-কে বিয়ে করে, বিদেশে সেটল করতে চাই।’’
- আনন্দবাজার পত্রিকা