বহুল প্রত্যাশার নাম আশরাফুল অবশেষে নামছেন ব্যাট হাতে। বিসিএল কাঁপাতে নামছেন তিনি। আর কয়েকদিন পরে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার। এর পরে খেলতে পারবেন তিনি।
শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের খেলা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের
জন্য যাবতীয় প্রচেষ্টায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিএল খেলতে কোনো সমস্যা নেই আশরাফুলের। ১৪ আগস্ট থেকে সব ধরনের ক্রিকেটে আশরাফুল অংশ নিতে পারবেন বলে এর আগে জানানো হয়।
পরে এ বিষয়ে আইসিসি যা বলেছে তা হয়তো সবারই জানা। পরে আবেদন করার কথা জানায় বিসিবি। আইসিসি জানায়, জাতীয় দল ও বিপিএলের মত আসরে খেলতে খেলতে পারবেন না তিনি।
তবে বিসিএলে খেলতে কোনো সমস্যা নেই আশরাফুলের। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছেন দেশের ক্রিকেটের এই লম্বা আসর। এখানে আশরাফুলকে দেখতে পাবেন তার ভক্তরা।