♦ চুলে ভলিউম আনতে টেসিং অর্থাৎ চিরুনি দিয়ে চুল ফোলানো বাদ দিন। কারণ টেসিং করতে গিয়ে চুল আরো ভেঙে যায়। ফলে চুল পাতলা হয়।
♦ চুলের কাটে পরিবর্তন আনুন। চুলে দিন শর্ট লেয়ার অথবা ভলিউম লেয়ার কাট, যা চুলকে ঘন দেখাতে সাহায্য করবে।
♦ চুলে ভলিউম আনতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। ড্রাই শ্যাম্পু চুলের গোড়া থেকে বাড়তি তেল দূর করে, চুলের গোড়ায় ভলিউমের সৃষ্টি করে। তাই চুলে ভলিউম আনতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন। ড্রাই শ্যাম্পু না থাকলে একটু বেবি পাউডার চুলের গোড়ায় ব্যবহার করে ভালোমতো চুল আঁচড়ে নিন, যাতে বাড়তি পাউডার ঝরে যায়। এতে দ্রুত চুল ভলিউম হবে।
♦ চটজলদি চুলে ভলিউম আনতে চুলের গোড়ার দিকের চুলে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিন। তবে খুব বেশি না ব্যবহার করাই ভালো।
♦ অনেকের চুল অনেক বেশি পাতলা থাকে বলে সিঁথি কাটলে খুবই বাজে দেখায়। এর উপায় হলো, গাঢ় ছাই আইশ্যাডো ছোট একটা ব্রাশে নিয়ে সিঁথির ওপর ও পাশে লাগিয়ে নিন। এতে সিঁথি দেখতে বাজে লাগবে না; বরং দেখে মনে হবে, মাথায় অনেক চুল আছে।
♦ নিয়মিত শ্যাম্পু করতে হবে। মাথার স্ক্যাল্প যেন তেলতেলে না হয়। কারণ চুলের গোড়ার তেল চুলের ভলিউম কমায়।
যেভাবে শ্যাম্পু করলে ১৫ মিনিটেই পাবেন নায়িকাদের মত চুল?
♦ ঘুমানোর আগে মাথার ওপর গোল করে অর্থাৎ টুপির মত একটা ব্যান্ড বেঁধে রাখুন। সকালবেলা যখন চুল খুলবেন, চুল দেখতে অনেক বেশি ও ঘন মনে হবে।
♦ নিয়মিত চুলের আগা কাটবেন। চুলের আগা নিয়মিত না কাটলে দেখতে একটা সময় লেজের মতো লাগবে। এতে চুল অল্প মনে হয়।
♦ দই বা কন্ডিশনার ব্যবহার করুন। প্রথমে চুলে পানি স্প্রে করে নিন। চুল হালকা ভেজা হয়ে গেলে এরপর কন্ডিশনার লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে এরপর শ্যাম্পু করে আবার কন্ডিশনার ব্যবহার করুন।
♦ ক্যাস্টর অয়েল চুলের গোড়া মজবুত করে। সপ্তাহে এক দিন নারিকেল বা অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল ৩:১ অনুপাতে মিশিয়ে কুসুম গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যামপু করে নিন। প্রাকৃতিক ভলিউম পাবেন চুলে।
♦ প্রাকৃতিকভাবে ভেতর থেকে চুলের ভলিউম বাড়াতে এক গ্লাস দুধ বা টক দই রাখুন নিয়মিত খাদ্য তালিকায়। বাদাম ও টক দই চুল ভালো রাখে।