ডিম, চালের পর এবার প্লাস্টিকের বাঁধাকপির সন্ধান মিলল। সেই কপি খেয়ে অসুস্থও হয়ে পড়ার অভিযোগ উঠল। সংশ্লিষ্ট ঘটনাটি হুগলীর রিষড়ার। রিষড়ার বাসিন্দা সঞ্জয় ঠাকুর গত সোমবার স্থানীয় বাজার থেকে এই কপি কিনে আনেন। তারপর খাবার পর তাঁর পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়ে, বলে অভিযোগ। তখন তাঁর সন্দেহ হওয়ায় কপি পাতাগুলো ভালো করে দেখতে গিয়ে তাঁর সন্দেহ হয় কপি পাতাগুলো প্লাস্টিকের মতো লাগছে। বিষয়টিকে নিশ্চিত করতে একটি পাতা আগুনে পোড়লে দেখা যায় সেটি থেকে গন্ধ বেরোচ্ছে। তারপর স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান সঞ্জয় বাবু। এই ঘটনায় সকলেই বেশ আতঙ্কিত।
কিছুদিন আগে প্লাস্টিক ডিম, তারপর প্লাস্টিক চালের দেখা মিলেছিল। এবার প্লাস্টিকের কপি বাজারে বিক্রি হওয়ায় বেশ আতঙ্কিত রিষড়াবাসী। তাঁরা চান, ভালোভাবে পুরো ঘটনার তদন্ত করা হোক প্রশাসনের তরফে। যদিও প্রশাসনের এক কর্তার দাবি, অযথা গুজব না করে এই কপি আসল না কৃত্রিমভাবে প্লাস্টিকের, তাঁর প্রমাণ মিলবে উপযুক্ত পরীক্ষার পরই। তারজন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়।