এইমাত্র পাওয়া

  • কাপ জিতেই ছাড়ব, জন্মদিনে শপথ মেসির
  • প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জুলাইয়ে, থাকছে ৬০% নারী কোটা
  • ঝালকাঠিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা’র দোয়া ও ইফতার অনুষ্ঠান
  • ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার
  • দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে
  • ফাঁটা পায়ের যত্নে কিছু পরামর্শ !!
  • ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে?
  • ওজন কমাবে কালো জিরা
  • হলুদ দাঁতের সমস্যা সমাধান করুন নিমিষেই
  • কিশিমিশের পানি খেলে যে উপকার পাবেন
Updated

খবর লাইভ

চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সৌদি ও জর্দানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

29 March 2017 02:03:51 PM 15679052 ভোট:5/5 1 Comments
Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সৌদি ও জর্দানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

রিয়াদে একটি চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সোমবার সৌদি আরব ও জর্দানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে রোগী ও চিকিৎসকদের জন্য চিকিৎসা ও বাসস্থানের সুব্যবস্থা থাকবে।
মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষরকারী খালেদ আল-জাওহার জানান, গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রসমূহের চিকিৎসা সেবা বিশেষত শারীরিক অসুস্থতার চিকিৎসার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে।
১২ লাখ বর্গমাইল এলাকাজুড়ে এই চিকিৎসা নগরী নির্মিত হবে। এর প্রাক্কালন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।
আল-জাওহার বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে আরো তিন হাজারের বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ ৭০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আওতায় তিনটি হাসপাতাল হবে। হাসপাতালগুলোকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এখানে ১ হাজার ১শ’ শয্যা থাকবে। এছাড়াও হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে হোটেল থাকবে। সেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে।’
এই প্রকল্পটি সৌদি সরকারের রূপকল্প ২০৩০ এর একটি অংশ। কারণ দেশটির সরকার দেশের স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ করছে।
মঙ্গলবার প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশন এর প্রধান ডাঃ ফওজি আল-হামোউরি বলেন, এই চিকিৎসা কমপ্লেক্সে সৌদি নাগরিক ও বিদেশী রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও এখানে সৌদি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কমপ্লেক্সটিতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য থেরাপি ও অন্যান্য চিকিৎসার জন্য ৬শ’ শয্যা রাখা হবে। ২৫০টি শয্যা জনস্বাস্থ্য সেবা ও অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ রাখা হবে।
কমপ্লেক্সটির ৫৬টি ভবনে ১২০টি শয্যাবিশিষ্ট একটি হোটেল ও ১২টি স্যুট, ২২৩টি পর্যটন ভিলা, ১৫২টি হোটেল ভিলা, ৪৪৮টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে একটি বাণিজ্যিক মল, বিনোদন কেন্দ্র ও ব্যয়ামাগার, বাগান ও মসজিদ থাকবে।

Loading...
advertisement
সর্বশেষ সংবাদ
এ বিভাগের সর্বশেষ