প্রশ্নঃ স্তন ঝুলে যায় কেন? এটা কি আবার কম বয়সের মত টানটান করা যায়? স্তন চুষলে কি স্তনের ক্ষতি হয়?
উঃ স্তন চুষলে বা স্তন্যপান করালে স্তনের কোন ক্ষতি হয়না। অবশ্য যদি কেউ স্তন চোষার সময় খুব জোড়ে চাপ দেয় বা কামড়ে দেয় তাহলে আলাদা কথা! সার্ভে করে দেখা গেছে স্তন্যপান করানো এবং স্তন চোষার সাথে স্তন ঝুলে যাওয়ার কোন সম্পর্ক নেই। বয়স বৃদ্ধির সাথে সাথে স্তন ঝুলে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। এই ঝুলে যাবার ঘটনা কারও ক্ষেত্রে দ্রুত হারে হয় আবার কারও ক্ষেত্রে ধীরে ধীরে হয়। ঠিক কেন স্তন বয়স বাড়ার সাথে সাথে ঝুলে যায় সেটা সঠিকভাবে জানা যায়নি। তবে কয়েকটি ব্যাপার স্তন ঝুলে যাওয়াকে ত্বরান্বিত করতে পারে। যেমন সিগারেট খাওয়া, একাধিকবার বাচ্চার জন্ম দেওয়া বা প্রেগন্যান্ট হওয়া, মোটা হয়ে যাওয়া, খুব দ্রুত শরীরের ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া ইত্যাদি। এছাড়াও যাদের স্তনের আকার বড় তাদের ক্ষেত্রে মধ্যাকর্ষণের প্রভাবে অপেক্ষাকৃত কম বয়সেই স্তন ঝুলে যেতে পারে। কিছু গবেষক মনে করেন যে দৌড়ানো বা জগিং করার সময় স্তনের অতিরিক্ত আন্দোলনও স্তন ঝুলে যাওয়া ত্বরান্বিত করে।