চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় বার্ষিক সামরিক খেলাধুলায় অংশ নিতে ১ হাজার ২শ’র বেশি সৈন্য রাশিয়ায় পৌঁছেছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, চীন, মিশর, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের ২২ দেশের এসব সৈন্য দুই সপ্তাহব্যাপী ইন্টারন্যাশনাল আর্মি গেমস ২০১৭-এ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খবর সিনহুয়া’র। ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান ও চীন যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করছে।
Loading...
advertisement