ফল ভেবে সাবান সেবন করে চীনের প্রায় ১২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
সম্প্রতি চীনের দৈনিক পত্রিকা পিপলস ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২৬ মাইল ম্যারাথনে যোগ দেন ২০ হাজার মানুষ। খাবার হিসেবেই ম্যারাথন আয়োজক সংস্থার পক্ষ থেকে ২০ হাজার রানারকে দেয়া হয়েছিল ফ্রুট সাবান। যা খেয়ে ১২ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই।
অসুস্থদের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ৫ জনকে রাখা হয় বিশেষ নজরদারিতে।
বিবিসির এক রির্পোটে জানা যায়, মূলত ব্রিটিশ প্যাকেজিং থেকেই ওই সাবান এসেছিল চীনে। ফ্রুট প্যাকেট ভেবে সাবানের প্যাকেট দেওয়াতে ক্ষমা চেয়েছেন ম্যারাথন আয়োজক সংস্থা।
Loading...
advertisement