উচ্চ রক্তচাপের লক্ষণগুলো জেনে রাখা খুব দরকার। যদিও উচ্চ রক্তচাপের তেমন কোনও লক্ষণ বোঝা যায় না। একে তাই সাইলেন্ট কিলার ও বলা হয়। যতক্ষণ না পর্যন্ত মাপা হচ্ছে, ততক্ষণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না যে, তাঁর রক্তচাপ বেড়েছে। তাও যে যে লক্ষণগুলি শরীরে অনুভব করলেই চিকিত্সকের কাছে যাওয়া দরকার সেগুলো জেনে নেওয়া উচিত
- মাথার যন্ত্রণা – সকালে ঘুম থেকে উঠেই দেখছেন মাথা যন্ত্রণা করছে? জোরালো কোনও আওয়াজও নেই, কিংবা রোদেও খুব বেশি ঘোরেননি, তবুও মাথা যন্ত্রণা করছে? মাইগ্রেন বা সাইনাসের যন্ত্রণা ভেবে ভুল করবেন না। হাইপ্রেসারের জন্যও মাথা যন্ত্রণা হতে পারে।
- চোখে ঝাপসা দেখা। সকালে কাগজটা হাতে নিলেই চোখে ঝাপসা দেখছেন? চোখের পাওয়ার বাড়তে পারে। আবার সেটা নাও হতে পারে। চোখের ডাক্তার তো অবশ্যই দেখান, সঙ্গে প্রেসারটাও চেক করিয়ে নিন।
- বমি এবং মাথা ঘোরা। মাঝেমধ্যেই এরকম হলে, গ্যাসের জন্য হচ্ছে, সেটা ভেবে বসে ভুল করবেন না। ডাক্তার দেখান, আপনার প্রেসারটা বাড়তে পারে
- অনেক সময়ে বুকে ব্যথা এবং শ্বাস নিতেও সমস্য হয়। সদা সতর্ক থাকুন আর সাইলেন্ট কিলারকে কড়া হাতে দমন করুন।
Loading...
advertisement