ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনো টেস্ট সিরিজ না জেতা পাকিস্তানের সামনে সুযোগ ছিল ইতিহাস সৃষ্টি করার। তবে ইতিহাস সৃষ্টি করতে গিয়ে উল্টো মাত্র ৮১ রানেই অল আউট হয়ে গেল মিসবাহবাহিনী। আরও একবার নিজেদের দৈন্যদশার বহিঃপ্রকাশ ঘটালেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। পাকিস্তানের হয়ে বিদায়ি টেস্ট সিরিজ খেলতে নামা অধিনায়াক মিসবাহ-উল-হক ও ইউনিস খান দলের হয়ে ভূমিকা রাখতে পারেনি। অথচ প্রথম টেস্ট জয়ের পরই নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল পাকিস্তান। নিজেদের ৬৫ বছরের ক্রিকেট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। এবার সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে থেকেই বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেছিল এশিয়ার অন্যতম পরাশক্তির দলটি। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনও প্রথমবারের মতো টেস্ট জয়ের সুযোগ রয়েছে মিসবাহ-উল হকের দলের। সে ক্ষেত্রে তাদের জিততে হবে বাকি থাকা তৃতীয় টেস্ট। গত বুধবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৮ রান। কিন্তু এই রান তাড়া করতে গিয়েই দিশেহারা হয়ে পড়ে সফরকারী দলের ব্যাটসম্যানরা। স্বাগতিক বোলারদের বোলিং তোপে মাত্র ৩৬ রানেই প্রথম সাত ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর সরফরাজ আহমেদ এবং মোহাম্মদ আমীর ধরে খেলার চেষ্টা করলেও ৩৪.৪ ওভারে ৮১ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সরফরাজ আহমেদ দলীয় সর্বোচ্চ ২৩ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আমীরের ব্যাট থেকে। এদিকে, পাকিস্তানকে এই অল্প রানের মধ্যেই আটকাতে বড় ভূমিকা রেখেছেন শ্যানন গ্যাব্রিয়েল। ১১ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে পাকিস্তানের মূল্যবান পাঁচ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া ২৩ রানের বিনিময়ে জেসন হোল্ডার তিনটি এবং ৪২ রানে দুটি উইকেট লাভ করেন জোসেফ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ-৩১২ ও ২৬৮।
পাকিস্তান-৩৯৩ ও ৮১ ।
উল্লেখ্য, আগামী ১০ মে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়তে হলে পাকিস্তানকে এখন অপেক্ষা করতে হবে শেষ পর্যন্তই।১০৬ রানের জয় দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরার পুরস্কারটাও জিতে নেন গ্যাব্রিয়েল।
- ক্রিড়ালোক