চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করতে বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। কিউইদের বিপক্ষে এই সিরিজে ভালো পারফর্ম করা নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
গতবার নিউজিল্যান্ড সফরে বেশ ভালো পারফর্ম করেছিলেন বাংলাদেশের ক্রিকেটারা। আর এটাই মুশফিককে প্রদান করছে আত্মবিশ্বাস। পাশাপাশি জানালেন তাদের লক্ষ্যের কথা। নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গে টাইগার দলপতি সাংবাদিকদের বলেন,
‘অবশ্যই এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমরা গত নিউজিল্যান্ড সফরে ভালো লড়াই করেছিলাম। এটি আমাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস প্রদান করবে। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো দেশের বাইরে টানা ভালো ক্রিকেট খেলা।’
বর্তমানে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ ভালো করছে। নিউজিল্যান্ডের মাটিতেও পেসাররা ভালো পারফর্ম করতে পারবে বলে আশাবাদী মুশফিক। কিন্তু বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংকেই মূল সমস্যা বলে মানছেন এই উইকেরক্ষক ব্যাটসম্যান।
‘আমাদের বোলিং ডিপার্টমেন্ট বর্তমানে দুর্দান্ত পারফর্ম করছে। আশা করি আমাদের পেসার সেখানে (নিউজিল্যান্ড) ভালো করতে পারবে। তবে আমাদের মূল সমস্যা ব্যাটিংয়ে। এই কারণে আমাদের ব্যাটসম্যানেরা সেখানে তাদের বোলারদের বিপক্ষে ঝামেলায় পড়তে পারে’, বলেন তিনি।
এই সিরিজে আশানুরূপ ফলাফলের জন্য ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। মুশফিক নিজেও স্বীকার করে নিলেন সেটি। তিনি বলেন,
‘আমাদের ব্যাটসম্যানদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং তাদের সেরা পারফর্মেন্স মাঠে দেখাতে হবে। আমরা যদি দলগতভাবে খেলতে পারি, ইনশাল্লাহ আমরা সাফল্য লাভ করতে পারবো।’