কিউই পেসার টিম সাউদির বাউন্সারটি দেখতে নির্বিষ মনে হলেও টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম হয়তো সেটি কখনোই মেনে নিবেন না।
কারণ এই ‘নিরীহ’ বাউন্সারটিই যে মুশফিককে মাঠ থেকে সোজা পাঠিয়ে দিয়েছে হাসপাতালে! তবে সুখবর হলো ইতিমধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন টাইগার দলপতি।
কিন্তু খারাপ খবরও আছে। জানা গেছে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে টাইগার অধিনায়কের খেলা অনেকটাই অনিশ্চিত।
বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও ডিন কনওয়ের এমনটাই আভাস দিয়েছেন। সোমবার রাতে টিম হোটেলে বাংলাদেশের সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিকের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
অবশ্য মুশি দ্বিতীয় টেস্টে খেলবেন না সরাসরি এমন কথা না বললেও তাঁকে অন্তত চার সপ্তাহ মাঠে না নামার পরামর্শ দিয়েছেন ডিন কনওয়ে এবং বিসিবির চিকিৎসকেরা।
এর আগে ওয়েলিংটন টেস্টের শেষ দিন টিম সাউদির করা একটি বলে হেলমেটের ওপর দিয়ে মাথার পেছনে ঘাড়ের একটা অংশে ব্যথা পান মুশফিক।
এরপর হাসপাতালে নেয়া হলে তার মাথার পেছনে ও ঘাড়ের একাংশের এক্স-রে করানো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক কিছু না পাওয়া গেলে হাসপাতাল থেকে তাঁকে রিলিজ দেয়া হয়।
তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে বিসিবির ফিজিওকে সেখানকার চিকিৎসকেরা পরামর্শ দেন মুশফিককে অন্তত ৪ সপ্তাহ বিশ্রামে রাখতে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাত গুরুতর না হলেও মাথার ওপর দিয়ে যে ধকলটা গেছে, তা কাটাতে তার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।
তাই চিকিৎসকদের পরামর্শ মেনেই মুশফিককে পরের টেস্টে বিশ্রামে রাখা হতে পারে বলে জানা গেছে। দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে নিঃসন্দেহে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।
আর সামনে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা সফর। এর জন্য মুশফিককে পূর্ণ বিশ্রামে রাখার কথা ভাবা হচ্ছে।