সাড়ে তিনশো রান তাড়া করে অপ্রত্যাশিত জয় টিম ইন্ডিয়ার । জোড়া নায়ক ক্যাপ্টেন কোহলি ও লোকাল বয় কেদায় যাদব ।জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে ১-০ এগিয়ে গেল ভারত ।
টেস্টে নেতৃত্বের ব্যাটনটা হাতে পাওয়ার পর যেভাবে বিরাট ব্যাট জ্বলে উঠেছিল, ঠিক সেভাবেই ওয়ান ডে-তে নেতা হওয়ার পর ধামাকা দিয়ে শুরু করলেন বিরাট কোহলি । অনবদ্য সেঞ্চুরি । যোগ্য সঙ্গত দিলেন কেদার । ৩৫১ রান তাড়া করতে গিয়ে ৬৩ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে টেনে তোলে বিরাট-কেদার জুটি । পঞ্চম উইকেটে ২০০ রান যোগ করে ভারতীয় ইনিংসকে ‘আইসিইউ’ থেকে জেনারেল বেডে নিয়ে আসেন এই দু’জনে ।১০৫ বলে ১২২ রানের অধিনায়োখচিত ইনিংস বিরাটের ।ইনিংস সাজানো পাঁচটি ছয় ও আটটি চারে ।
আর ঘরের মাঠে স্বপ্নের ইনিংস খেলেন মহারাষ্ট্রের মারকাটারি ব্যাটসম্যান । ৭৬ বলে ১২০ রানের ইনিংস খেলে কেদার যখন প্যাভিলিয়নের পথ ধরেন, ভারত তখন চালকের আসনে । ম্যাচ শেষ না-করে ফিরে আসায় যেন নিজেকে ক্ষমা করতে পারছিলেন না । টিম ইন্ডিয়ার জার্সিতে ত্রয়োদশতম ওয়ান ডে ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির মালিক মহারাষ্ট্রের বছর ২৬-এর এই ডানহাতি । ইংরেজ বোলারদের বেধড়ক পিটিয়ে সেঞ্চুরি করেন কেদার । তাঁর ইনিংস সাজানো ৪টি ওভার বাউন্ডারি ও এক ডজন বাউন্ডারিতে ।আক্রমণাত্মক ইনিংস খেলে এদিন বিরাটকে ছাপিয়ে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন কেদার ।বিরাট-কেদার দু’জনেই প্যাভিলিয়নে ফেরার পর দায়িত্বশীল ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া ।ছক্কা মেরে দেশকে বছরের প্রথম জয় এনে দেন পাণ্ডিয়া ।৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন গুজরাতি অল-রাউন্ডার ।
ধোনির পর এদিনই ভারতীয় ক্রিকেটে পুরোপুরি ভাবে শুরু হয় ‘বিরাট যুগ’ ।বিরাটের নেতৃত্বে প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় পেলে ভারত । পুণেতে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বিরাট ।কিন্তু সিদ্ধান্তকে যোগ্য সঙ্গত দেননি ভারতীয় বোলাররা ।সাত উইকেটে ৩৫০ রান তোলে ইংল্যান্ড ।ওয়ান ডে কেরিয়ারে সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ।আট ওভারে ৬৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি টিম ইন্ডিয়ার ‘নাম্বর ওয়ান’ অফ-স্পিনার ।