আপনি আছেন » প্রচ্ছদ » খবর

গ্রিনল্যান্ডের বরফের নিচে গোপন মার্কিন সামরিক ঘাটি!

১৯৫০ সালের আশপাশে সামরিক ঘাঁটিটি তৈরি করা হয়েছিল । তার জন্য বেছে নেওয়া হয়েছিল গ্রিনল্যান্ডকে । বরফের দেশে মাটির নীচেই তৈরি করা হয়েছিল ওই ঘাঁটি । কিন্তু, আবহাওয়ার পরিবর্তন হওয়ায় ক্রমশ বরফ সরে গিয়ে বেরিয়ে পড়ে মার্কিন সামরিক ঘাঁটির গোপন রহস্য ।

জলবায়ুর পরিবর্তনের জন্য ক্রমাগত বরফ গলতে শুরু করেছে । আর সেই কারণেই প্রায় ৭৫ বছর আগের বরফের নীচের সেই মার্কিন সামরিক ঘাঁটি প্রকাশিত হচ্ছে । প্রায় ৭৫ বছর ধরে, বরফের নীচে ঢাকা পড়েছিল আমেরিকার ওই সামরিক ঘাঁটি আইসওয়ার্ম । যা এখনও প্রায় অবিকল একই রকম রয়েছে ।

ইউলিয়াম কোলগান নামে এক বিজ্ঞানী জানিয়েছেন, এত আগেও যে পৃথিবীর একদম অন্য প্রান্তে যে গোপন সামরিক ঘাঁটি তৈরি করার কথা ভাবতে পারত মানুষ, সেটা ভেবেই অবাক লাগছে ।

জানা যাচ্ছে, শুকনো বরফের স্তরের প্রায় ৮ মিটার নীচে ওই সামরিক ঘাঁটির সন্ধান পাওয়া গিয়েছে । ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে আমেরিকার ওই সামরিক ঘাঁটি তৈরি শেষ হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ।